ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল

মাত্র ২৪ ঘন্টায় ফলে গেল ট্রাম্পের ভবিষ্যত বাণী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ২২ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছিলেন সেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি রাজ্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা মামলা করেছে। তাদের দাবি, ডোনাল্ড ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক প্রধান্য ২২টি রাজ্য, ডিস্টিক্ট অব কলম্বিয়া এবং সিটি অফ সানফ্রান্সিককো বোস্টনের ফেডারেল কোর্টে এই মামলা করা হয়েছে। 

এছাড়া আমেরিকান সিভিল লিবারেটিস ইইনিয়ন, বিভিন্ন অভিবাসী সংস্থা এবং একজন নাগরিকত্ব প্রত্যাশী মা একইসঙ্গে ট্রাম্পের ওই আদেশের বিরুদ্ধে মামলা করেন।

ডেমোক্র্যাটদের দাবি, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর লঙ্ঘন। 

প্রসঙ্গত, জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ জানুয়ারি) এক নির্বাহী আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে একই সঙ্গে ট্রাম্প স্বীকার করেছেন এই আদেশ আদালত পর্যন্ত গড়াবে। ফলে মাত্র একদিনে ব্যবধানে ট্রাম্পের কথার ফল মিলল। 

এর আগে সোমবার (২০ জানুয়ারি) ট্রাম্প তার নির্বাহী আদেশে জানিয়েছিলেন, কোনো সন্তান যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ সত্ত্বেও তার বাবা বা মা যদি যুক্তরাষ্ট্রের নাগরিক না হন তবে সেই সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবে না। 

কিন্তু যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যেকোনো শিশু, তার বাবা বা মা যুক্তরাষ্ট্রের নাগরিক হোক বা না হোক যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে, সে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবে। 

ম্যাসাচুসেটস রাজ্যের অ্যাটর্নি জেনারেল আন্দ্রা জয় ক্যাম্পবেল এ বিষয়ে বলেন, ট্রাম্পের ওই নির্বাহী আদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা ১,৫০,০০০ শিশুদের নাগরিকত্ব অস্বীকার করবে। ট্রাম্পের কোনো অধিকার নেই যে, তিনি এই শিশুদের নাগরিকত্বের অধিকার খর্ব।

এ বিষয়ে নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ প্লাটকিন বলেন, ট্রাম্প প্রশাসনের হটকারি নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা প্রমাণ করে যে, আমরা যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যক্তিদের সাংবিধানিক মৌলিক অধিকার রক্ষার পক্ষে আছি। 

এ বিষয়ে হোয়াইট হাউসকে অনুরোধ করা হলেও সেখানকার কোনো কর্মকর্তা কোনো প্রকার মন্তব্য করতে রাজি হয়নি। 

সূত্র- রয়টার্স

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি