ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাত্র ৭৩ রানই পাহাড়সম!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ২০ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

লক্ষ্যটা ছিলো মাত্র ৭৩। কিন্তু সেটাই যে পাহাড়সম হয়ে দাঁড়াবে, কে জানতো! ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে ওই অল্প রানের লক্ষ্যটাই পাড়ি দিতে পারল না গুজরাট। 

আর তাতেই দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয়ের ইতিহাস গড়ল বিদর্ভ। ১৮ রানের জয় পায় তারা।

আদিত্য সারওয়াতের স্পিন বিষে নীল হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়া হয়নি গুজরাটের। গুটিয়ে যায় মাত্র ৫৪ রানেই। সারওয়াত একাই নেন ৬ উইকেট। তিন উইকেট শিকার করেন হার্শ দুবে। 

গুজরাটের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন সিদ্ধার্থ দেশাই। তিনি ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি দলের আর কোনো ব্যাটারই।  

নাগপুরে টস জিতে ব্যাটিং করে প্রথম ইনিংসে কেবল ৭৪ রান করে বিদর্ভ। জবাবে ২৫৬ রান তুলে ম্যাচের নাটাই নিজেদের হাতে রাখে গুজরাট। তবে প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় বিদর্ভ। ২৫৪ রান করে গুজরাটকে ৭৩ রানের লক্ষ্য দেয় তারা। 

এতো কম রানের পুঁজি নিয়েও বিদর্ভের জয়ের কাজটা সহজেই সারেন সারওয়াত। প্রথম ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে মোট ১১ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারটাও বগলদাবা করেন বাঁহাতি এই স্পিনার।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি