মাথা ন্যাড়াকারী সেই নাপিত গ্রেফতার
প্রকাশিত : ২২:০৭, ৩১ জুলাই ২০১৭
বগুড়ায় ছাত্রী ধর্ষণ ও মা-মেয়েকে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় নাপিত জীবন রবিদাসকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ জুলাই) দুপুরে নাপিত জীবন রবিদাসকে জেলার গাবতলীর সোনারায় গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
বগুড়া পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, প্রধান আসামি তুফান সরকারসহ তার তিন সহযোগী আতিক, দিপু ও রূপমকে আগেই গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় ধর্ষণ ও নারী নির্যাতন আইনে দুটি মামলা করা হয়েছে। দুটি মামলারই প্রধান আসামি শহর শ্রমিক লীগের বহিষ্কৃত আহ্বায়ক তুফান সরকার। পরবর্তীতে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ সোমবার দুপুরে ছাত্রী ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার সঙ্গে জড়িত জয়লাল রবিদাসের ছেলে নরসুন্দর জীবন রবিদাসকে গাবতলীর সোনারায় গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত অপর আসামি শিমুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, বগুড়ার এক কিশোরীকে কলেজে ভর্তি করানোর নামে গত ১৭ জুলাই তাকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে শ্রমিক লীগের বহিষ্কৃত নেতা তুফান সরকারের বিরুদ্ধে। এদিকে, ঘটনা জানতে পেরে তুফানের স্ত্রী আশা স্বামীকে দায়ী না করে ঘটনার জন্য কিশোরীটিকেই দায়ী করে। এরপর আশা তার বোন সংরক্ষিত আসনের স্থানীয় ওয়ার্ড কমিশনার মার্জিয়া হাসান রুমকির মাধ্যমে ২৮ জুলাই ক্যাডার দিয়ে নির্যাতনের শিকার ওই কিশোরী ও তার মাকে তাদের বাদুড়তলার বাসায় নিয়ে যায়। সেখানে তাদের মারধরের পর মাথার চুল কেটে দেয়।
পরে নাপিত ডেকে তাদের ন্যাড়া করিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেয়। স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করালে সেই রাতেই তুফানসহ তার তিন সহযোগিকে গ্রেফতার করে পুলিশ। ২৯ জুলাই তুফানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতনের শিকার ওই কিশোরী। এ ঘটনার পর ৩০ জুলাই তুফানকে শ্রমিকলীগ থেকে বহিষ্কার করা হয়। তিনি বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন।
কেআই/ডব্লিউএন
আরও পড়ুন