মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ১৫:৩৯, ২৫ জুন ২০১৬ | আপডেট: ১৫:৩৯, ২৫ জুন ২০১৬
মাদকদ্রব্যের অপব্যবহার বন্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে যা করা দরকার, তা করা হচ্ছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে বিজিবি ও কোস্টগার্ডকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান তিনি। এছাড়া এ সংক্রান্ত আইন যুগপোযগী করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
আরও পড়ুন