(ভিডিও)
মাদকের টাকা যোগাতে চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে উঠতি বয়সীরা
প্রকাশিত : ১৪:৪৮, ২৫ মে ২০১৮
মাদকের টাকা যোগাড় করতে, ককক্সবাজার শহরে চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে উঠতি বয়সীরা। গত দেড় মাসে ঘটেছে অন্তত অর্ধশত ঘটনা। ছিনতাই রোধে সিসি ক্যামেরা বসানোর কথা জানিয়েছে পুলিশ।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বছরজুড়েই থাকে দেশি-বিদেশি পর্যটকের আনাগোনা। রোহিঙ্গা সঙ্কটের কারণে গত বছর থেকে অবস্থান করছে বিদেশি বিভিন্ন সংস্থার কয়েক হাজার সদস্য। কিন্তু ছিনতাইকারীদের আনাগোনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।
হলিডে মোড়, বাজার কাটা, বাসটার্মিনাল ও রোমালিয়াছড়াসহ ১০টি গুরুত্বপূর্ণ স্থানে প্রায়ই হানা দেয় উঠতি কিশোররা।
এরই মধ্যে অনেককে আটকের কথা জানিয়েছে পুলিশ। ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল।
কক্সবাজারকে ছিনতাই ও অন্যান্য অপরাধমুক্ত রাখতে, পুলিশের কার্যকর উদ্যোগের পাশাপাশি মাদকের বিরুদ্ধে অভিযান জোরদারের পরামর্শ শহরবাসীর।
একে//
আরও পড়ুন