ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাদাম তুসোয় মোমের কাজল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ১৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়্যাক্স মিউজিয়াম লন্ডনের মাদাম তুসো। পৃথিবীর বিভিন্ন প্রান্তের তারকাদের মোমের মূর্তি তৈরি করে রাখা হয়েছে এই মিউজিয়ামে। সাধারণত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকাদের মোমের মূর্তি এই মিউজিয়ামে রেখে তাঁদের সম্মান জানানো হয়।

বলিউডের বহু তারকারই মোমের মূর্তি রয়েছে লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে। অমিতাভ বাচ্চন, সালমান খান, শাহরুখ খান, হৃতিক রোশন, ঐশ্বর্যা রাই বাচ্চন, মাধুরী দীক্ষিত ও ক্যাটরিনা কাইফের মত অনেকেই আছেন এই মিউজিয়ামে। এবার নাকি বলিউড অভিনেত্রী কাজলের পালা।

খুব শীঘ্রই কাজলের মোমের মূর্তির পর্দা উন্মোচন করা হবে লন্ডনের এই মিউজিয়ামে। কয়েক মাস আগেই নাকি প্রাথমিক কাজ শেষ হয়ে গেছে। স্বামী অজয় দেবগণ-সহ কাজলের গোটা পরিবারকে এই মূর্তি উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে। লন্ডনের মিউজিয়াম থেকে কয়েক সদস্যের একটি দল এসে ইতিমধ্যেই কাজলের সঙ্গে দেখা করেছেন।

ভারতে কাজলের জনপ্রিয়তা, অভিনয় এবং সৌন্দর্যের জন্যই তাঁর মোমের মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লন্ডনের মিউজিয়াম ছাড়াও হংকং, ব্যাঙ্কক এবং সিঙ্গাপুরের মাদাম তুসো মিউজিয়ামে ফিল্ম তারকাদের মোমের মূর্তি রয়েছে। দিল্লির কনট প্লেসের মিউজিয়ামেও রয়েছেন মোমের তারকারা।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি