ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

মাদারীপুরে মন্দির থেকে ইসকন সাধুদের তাড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৪, ২৭ নভেম্বর ২০২৪

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে সংঘঠিত সংঘর্ষে আইনজীবী নিহতের ঘটনায় মাদারীপুরের শিবচরে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা ও স্থানীয় আলেম সমাজ।

এই ঘটনার জেরে বুধবার (২৭ নভেম্বর) উপজেলার আলেম সমাজ ও বিক্ষুদ্ধরা ইসকন অনুমোদিত শ্রী শ্রী রাধারমন নাম হট্ট মন্দিরের সামনে এসে জড়ো হন। এসময় তারা ইসকনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তাদের বিক্ষোভে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

এসময় ইসকন সাধুদের শিবচর ছেড়ে চলে যেতে আল্টিমেটাম দেন স্থানীয় আলেম সমাজ ও বিক্ষুব্ধ জনতা।  

খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিক্ষুদ্ধরা ইসকনের সদস্যদের অফিস ত্যাগসহ সকল কার্যক্রম বন্ধ করার দাবী জানান। 

নির্ধারিত সময়ের মধ্যে অফিস গুটিয়ে না নিলে কঠোর পদক্ষেপ নেওয়ার হবে বলে হুঁশিয়ারি দেন তারা। 

একপর্যায়ে ইসকনের সাধুরা পুলিশের পাহারায় চলে যান। ভবনটিতে টানানো ইসকনের একটি সাইনবোর্ডও এ সময় খুলে ফেলে বিক্ষুব্ধ জনতা। 

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি