ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

‘মাদার অফ গড’-এ বিয়ের মহড়া রোনালদোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ২১ নভেম্বর ২০১৮

রোনালদোর বিয়ের ভেন্যু! তাতে আবার চমক থাকবে না, তা হয় নাকি! লুকোচুরি শুরু থেকেই একটা রয়েছে৷ আর পর্তুগাল ফুটবলের পোস্টার বয়ের ওয়েডিং নিয়ে লোকের মুখে মুখে ঘুরছে নানা রকম জল্পনা৷ সেই জল্পনার আগুনে ঘি ঢালল এক ছবি৷

১৯৬৯ এর ‘ইতালিয়ান জব’ সিনেমায় ব্যবহৃত এক চার্চে সম্প্রতি ঢু মেরেছেন রোনালদো-জর্জিনা৷ তুরিনের ‘দ্য মাদার অফ গড’ চার্চের ভিতরে অনেকটা সময় কাটিয়েছেন চর্চিত এই দম্পতি৷ সেটাও আবার বিয়ের আগে৷ এতেই মনে করা হচ্ছে বিয়ের ভেন্যু হিসেবে এই চার্চই জর্জিনার পছন্দের তালিকায় এক নম্বরে রয়েছে৷

অন্যদিকে, গত সপ্তাহেই রোনালদোর সঙ্গে বাগদান সম্পূর্ণ হয়েছে বলে শোনা যাচ্ছে৷ জল্পনা যাই থাক না কেন, দম্পতির হাতে নতুন রিংই কিন্তু সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে৷ চার্চ থেকে বেড়োনার মুহূর্তে দু’জনের হাতের আঙুলেই আংটি দেখা গেছে৷

সম্প্রতি বান্ধবী জর্জিনা রডরিগেজকে বিয়ের প্রস্তাব জানিয়েছেন রোনালদো। উল্লেখযোগ্য রোনালদোর সেই প্রস্তাবে সাড়া দিয়ে জুভেন্তাস তারকার সঙ্গে গাঁটছড়া বাঁধার বিষয়ে রাজিও হয়ে গেছেন তার স্প্যানিশ বান্ধবী। পর্তুগালের এক শীর্ষ সংবাদমাধ্যমে প্রকাশ, রীতিমত বিয়ের তোড়জোড়ও নাকি শুরু করে দিয়েছেন জর্জিনা। আর ছুটির মাঝে হঠাৎ বান্ধবীকে নিয়ে রোনালদোর এই চার্চ ভ্রমণ জল্পনায় আরও একটু বাড়িয়ে দিল বলা চলে৷

বছর দুয়েক হল স্প্যানিশ সুন্দরী জর্জিনা রডরিগেজের সঙ্গে চুটিয়ে ডেট করছেন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়। শুধু ডেট নয়, গত বছর রোনালদোর সন্তানের মা হয়েছেন জর্জিনা৷ এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সম্প্রতি তাদের কন্যাসন্তানের জন্মদিন পালনে লন্ডন সফরে গিয়েছিলেন এই কাপল। সেখানে কোয়ালিটি সময় কাটানোর পাশাপাশি এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে জকোভিচের ম্যাচ দেখতে দু’জনকে একসঙ্গে দেখা গেছে গ্যালারিতে।

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি