ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মাদ্রাসার আইসিটি শিক্ষকদের এমপিওভুক্তির আদেশ জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ২৩ মে ২০১৮

মাদ্রাসা শিক্ষার গুনগতমান বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি শিক্ষার প্রসারে উদ্যোগ নিয়েছে সরকার। সেলক্ষ্যে বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের (দাখিল ও আলিম) ১৩,১১,২০১১ খ্রিস্টাব্দের প্রজ্ঞাপনের পরে অতিরিক্ত শ্রেণি শাখা ও বিষয়ের বিপরীতে নিয়োগপ্রাপ্ত একহাজার ২২৮ এমপিওবিহীন কর্মরত সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), সহকারী শিক্ষক (বিজ্ঞান) এবং প্রভাষক (বিজ্ঞান) আলিম স্তরের এমপিওভুক্তির আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ মে) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত এ আদেশে বলা হয় অবিলম্বে এমপিওভুক্তির এ আদেশ কার্যকর হবে।

 গত ৮ সেপ্টম্বর ২০১৫ খ্রি তারিখে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী স্ব স্ব অঞ্চলের মাধ্যমে ১ হাজার ২২৮ টি শিক্ষককে অনলাইনে আবেদন করতে হবে।

টিআর / এআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি