ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

মাদ্রাসার কয়েক হাজার ছাত্র এবং শিক্ষকের মানববন্ধন

প্রকাশিত : ১৫:০৯, ২৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:০৯, ২৮ জুলাই ২০১৬

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে মানববন্ধন করেছেন মাদ্রাসার কয়েক হাজার ছাত্র এবং শিক্ষক। বৃহস্পতিবার সকালে রাজধানীর পান্থপথ থেকে বিজয়স্মরণী পর্যন্ত মানববন্ধন করেন তারা। মানববন্ধন থেকে বিশিষ্ট আলেমরা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনো জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না। এখনও যারা জঙ্গি কাজে লিপ্ত, তাদের শান্তির পথে ফিরে আসার আহবান জানান আলেমরা। মদিনা সনদের কথা উল্লেখ করে আলেমরা বলেন, সব ধর্মের মানুষের সঙ্গে ভাল আচরণ করতে হবে। ইসলামে বিনা বিচারে মানুষ হত্যা ঘৃণীত কাজ বলেও মন্তব্য করেন তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি