ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাধ্যমিকে পাসের হার কমেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৮, ৪ মে ২০১৭

Ekushey Television Ltd.

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮০ দশমিক তিন পাঁচ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭শ’ ৬১ জন। তবে গেলো বছরের তুলনায় এবার পাসের হার জিপিএ-ফাইভ কমেছে। ও পাশের হার কম। নতুন পদ্ধতিতে সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়ন করায় ফলাফলে কিছুটা প্রভাব পড়লেও এতে বিস্মিত নন বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। 

দশটির বোর্টের অধীনে এবার এসএসসি, দাখিল ও কারিগরী পরীক্ষায় অংশ নেয়, ১৭ লাখ ৮১ হাজার ৯৬২ শিক্ষার্থী; এরমধ্যে পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। পাসের হার ৮০.৩৫ শতাংশ।

জিপিএ-ফাইভ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১জন। ছেলেদের তুলনায় মেয়েরা শূন্য দশমিক নয় আট শতাংশ বেশী পাস করেছে। সকালে সকল শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষার ফলাফলের কপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এবার ঢাকা বোর্ডে পাশের হার ৮৬. ৩৯’, চট্টগ্রাম বোর্ডে ৮৩.৯৯, রাজশাহী বোর্ডে ৯০.৭০,
ও সিলেটে ৮০.২৬। বরিশাল বোর্ডে পাশের হার ৭৭.২৪, কুমিল্লায় ৫৯.০৩ ও দিনাজপুরে বোর্ডে পাশের হার ৮৩.৯৮।
যশোরে পাস করেছে ৮০.০৪, কারিগরী শিক্ষাবোর্ডে ৭৮.৬৯ এবং মাদ্রাসা বোর্ডে ৭৬.২০শতাংশ। পাসের হারে সবচে এগিয়ে রাজশাহী বোর্ড। আর পাশের হার সবচেয়ে কম কুমিল্লা বোর্ডে।

এদিকে গেলোবারের তুলনায় এবারের পরীক্ষায় পাশের হার কমেছে ৭.৮৮ শতাংশ। কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। তবে পাশের হার কমায় বিস্মিত নন শিক্ষামন্ত্রী। এ নিয়ে সাংবাদিকদের কাছে ব্যখ্যা দেন তিনি।

খাতা মূল্যায়নের ক্ষেত্রে মান নির্ধারণ করে দেয়ার কারণেই ফলাফলের উপর কিছুটা প্রভাব পড়েছে বলে জানিয়েছেন তিনি।

https://youtu.be/cT-j4BPknwA



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি