মানবতাবিরোধী অপরাধে কিশোরগঞ্জের ৫ জনের মামলার রায় আগামীকাল
প্রকাশিত : ১৩:৩৬, ২ মে ২০১৬ | আপডেট: ১৭:৫৫, ২ মে ২০১৬
মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের শামসুদ্দিন, নাসির উদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে আগামীকাল রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ ধার্য করেন। ৫ রাজাকারের সর্বোচ্চ সাজা আশা করছেন রাষ্ট্রপক্ষ।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের আয়লা, কলাতলি গ্রামসহ এর আশপাশের এলাকায় হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধ করে পাক রাজাকার বাহিনী। এসব এলাকায় মানবতাবিরোধী ৭টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয় অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে।
গত বছরের ১২ অক্টোবর তাদের ৫জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১১ এপ্রিল মামলার রায় ঘোষণা অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল।
পাঁচ আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ। পলাতক চারজন হচ্ছেন শামসুদ্দিনের ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ এবং রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন ও আজহারুল ইসলাম।
আরও পড়ুন