ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মানবপাচারকারী চক্রের হোতা জেরিন বিমানবন্দরে গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

দেশ থেকে পালানোর সময় রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা তামান্না জেরিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পালিয়ে নেপালের যাওয়ার সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ রয়েছে, তামান্না জেরিনের পাঠানো লোকজনকেই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া। 

সিআইডি সূত্রে জানা যায়, চক্রের মূল হোতা তামান্না জেরিনের নামে বনানী থানায় মামলা রয়েছে। 
 
উল্লেখ্য, জমি ও স্বর্ণালংকার বিক্রি এবং উচ্চ সুদে ঋণ নিয়ে দালালের মাধ্যমে রাশিয়ায় পাড়ি জমান নাটোরের সিংড়ার হুলহুলিয়া গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির ও তার দুলাভাই রহমত আলী। সেখানে চাকরির নামে তাদের পাঠানো হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। 

গত ২৬ জানুয়ারি যুদ্ধে হুমায়ুন কবির প্রাণ হারান। অন্যদিকে রহমত আলী দেশে ফিরতে চান।
 
পরিবারের সদস্যরা জানান, গত ৩০ ডিসেম্বর ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা রাশিয়া যান। সেখানে পৌঁছানোর পরে যুদ্ধে অংশ নিতে তাদের বাধ্য করা হয়। ২৩ জানুয়ারি ড্রোন হামলায় মৃত্যু হয় হুমায়ুনের। তারা মৃত্যুর খবর পান ২৬ জানুয়ারি।
 
এই ঘটনা জানাজানির পর নজরদারি বাড়ায় দেশের আইনশৃঙ্খলাবাহিনী। অবশেষে রাশিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা হিসেবে ধরা পড়লেন তামান্না জেরিন।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি একটি দৈনিকে ‘রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি!’ শিরোনামে একটি অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উঠে আসে, বাবুর্চি-মালির কাজ দেওয়ার কথা বলে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে রাশিয়ায়। তবে সেখানে বাবুর্চির কাজের পরিবর্তে এক মাস প্রশিক্ষণ দিয়ে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠানো হচ্ছে তাদের। প্রথমে এমন ১০ ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি