ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কোটা আন্দোলন

মানববন্ধন থেকে জাবি শিক্ষকসহ দুইজন আটক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ৩ জুলাই ২০১৮ | আপডেট: ১৮:৪৮, ৩ জুলাই ২০১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক রেহনুমা আহমেদ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকি বিল্লাহকে আটক করেছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেপ্তার ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করতে গেলে সেখান থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার বিকেল ৪টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে গেলে তাদের আটক করা হয়।   

এ সময় মানব বন্ধনে আসা অভিভাবক, শিক্ষক ও রাজনৈতিক নেতাদের সঙ্গেও পুলিশের বিতণ্ডা হয়। ছাত্র-শিক্ষক, অভিভাবক, সংস্কৃতিকর্মী ও রাজনৈতিক দলের নেতাদের মানববন্ধনে দাঁড়াতে চাইলে ‍পুলিশ বাধা দিয়ে ব্যানার কেড়ে নেয়।  

গত শনিবার সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার সময় ব্যাপক মারধরের শিকার হন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী।

এছাড়া তথ্য প্রযুক্তি আইনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের বিরুদ্ধে মামলা করলে তাকে পুলিশ প্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদলতে পাঁচ দিনের রিমান্ড চাইলে, আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে কোটা আন্দোলনের নেতা ফারুক হোসেনকে মোটরসাইকেল পোড়ানো মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি