ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

মানবাধিকারের বড় দৃষ্টান্ত ১০ লাখ রোহিঙ্গা পুনর্বাসন (ভিডিও)

আকবর হোসেন সুমন

প্রকাশিত : ১১:১৫, ১০ ডিসেম্বর ২০২৩

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে, গণতন্ত্র ও জাতীয় নির্বাচনের ইস্যু, আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতে চায় একটি গোষ্ঠী। রাজনৈতিক হাতিয়ার হিসেবেও মানবাধিকার হয়ে উঠেছে উষ্ণ ইস্যু। যেখানে ফিলিস্তিনে নারী-শিশুর রক্তাক্ত লাশের স্তূপে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকায় ক্ষমতাধর দেশগুলো, সেখানে ১০ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর পুনর্বাসনে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ।

দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের মাঠে আশা-নিরাশার দোলাচলে ভাগ্য উন্নয়নের কথা বলতে যোগ্য প্রতিনিধি সংসদে পাঠাবে জনগণ। ঠিক একই সরলরেখায় এসে সরব মানবাধিকার দিবস। চলছে মানবাধিকারকে প্রশ্নবিদ্ধ করার নানা আয়োজন। 

গণতন্ত্র ও মানবাধিকার পরিপূরক বলেই বৈষম্য এড়িয়ে ১৯৪৮ সাল থেকে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। 

মানবাধিকারের মানদণ্ডে শত সমালোচনার মুখোমুখি হয়েও বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর পুনর্বাসনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তবুও এই স্বীকৃতি আড়াল করে বিশ্বের সামনে তুলে ধরা উল্টো নালিশের নেপথ্যে যারা, তারাই তো আগুন সন্ত্রাসে পুড়িয়েছে মানবতা।

এমন বাস্তবতায় ফিলিস্তিনে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে মানবাধিকারের আওয়াজ তুলছে ক্ষমতাধর দেশগুলোও।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি