ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মানব পাচারের অপরাধ স্বীকার অনন্য মামুনের

প্রকাশিত : ১৬:২৩, ৩০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

৬ দিন পুলিশী হেফাজতে থাকার পর টাকার বিনিময়ে আদম পাচারের দায় স্বীকার করেছেন অনন্য মামুন।

মালয়েশিয়ার ডাংওয়াংগি পুলিশ বিভাগের প্রধান শাহারুদ্দিন আবদুল্লাহ এ একথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘পুলিশী রিমান্ডে মামুন তার অপরাধ স্বীকার করেছেন। মামুন জানিয়েছেন, ঢাকার লাইভ টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানই মূলত এই আদম পাচারের মূল হোতা। এই প্রতিষ্ঠানের কর্ণধার অতুল ও আরাফাত। তারাই মূলত আদম সংগ্রহ করেছে। এরমধ্যে অতুল বিদেশে পালিয়ে গেছে। তারাই মালয়েশিয়ায় শিল্পীদেরকে আসা-যাওয়ার টিকেট সরবরাহ করে এবং হাত খরচা দেয়। আর অনন্য মামুন লাইভ টেকনোলজির সহযোগী হিসেবে কাজ করেছে’।

বিদেশি গণমাধ্যমকে মালয়েশিয়ান পুলিশ জানিয়েছে, মালয়েশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক একটি বিশেষ এবং কঠোর আইনে বন্দি করা হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনসহ ১৯ জনকে।

মূলত জঙ্গি এবং রাষ্ট্রীয় শত্রুদের আটক করা হয় এই আইনে। বিশেষ এই আইনে একজন অভিযুক্তকে ২৮ দিন পর্যন্ত বিনাবিচারে আটক রাখার বিধান রয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি