মানব সভ্যতা বিপন্ন হতে পারে ভিনগ্রহীদের বার্তায়: গবেষণা
প্রকাশিত : ১২:৫৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:৫৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৮
পৃথিবীর সেরা জীব মানুষ। কিন্তু এই মানব সভ্যতাই হয়ে যেতে পারে বিপন্ন। পরমাণু বোমা কিংবা বৈশ্বিক উষ্ণতাসহ নানা কারণের কথা বিভিন্ন সময়ে শোনা গেলেও এবার বিজ্ঞানীরা শোনাচ্ছেন অন্য আশঙ্কার কথা। বিজ্ঞানীরা বলছেন, ভিনগ্রহীদের পাঠানো বার্তার মধ্যেই লুকিয়ে থাকতে পারে পৃথিবীর জন্য বড় বিপদের বীজ। আর অসতর্ক হলেই বিপন্ন হতে পারে সুন্দর এ মানব সভ্যতা। ইন্টারস্টেলার কমিউনিকেশন নামের এক গবেষণাপত্রে তেমনটাই জানিয়েছেন গবেষকরা।
জার্মানির সোনবার্গ অবজার্ভেটরির বিজ্ঞানী মাইকেল হিপকে ও হাওয়াই বিশ্ববিদ্যালয়ের উচ্চশক্তির পদার্থবিদ্যার অধ্যাপক জন জে লিয়েনার্ড যৌথভাবে এই গবেষণাপত্রটি রচনা করেন।
তারা জানান, বহির্বিশ্বে নানারকমের সভ্যতা থাকতে পারে। তাদের অনেকেই বন্ধুভাবাপন্ন হতে পারে। আবার অনেকে শত্রুতার মনোভাব নিয়েও যোগাযোগের চেষ্টা করতে পারে। তাই ভিনগ্রহীদের তরফ থেকে কোনোরকম সাড়া পেলে যেন ভালো করে ভেবে দেখা হয়।
তাদের মতে, ভিনগ্রহীদের পাঠানো জটিল বার্তাকে পড়ার জন্য কম্পিউটার ছাড়া গতি নেই। সেক্ষেত্রে তেমন কোনো মেসেজকে খুলতে গেলে টেকনিক্যাল ঝুঁকি তো থাকছেই। এ ছাড়াও কোনো বিপজ্জনক ভাইরাস পাঠিয়ে পৃথিবীর সব কম্পিউটারকে ধ্বংস করে টেলিযোগাযোগকে মুহূর্তে বড় ধাক্কা দিতে পারে ভিনগ্রহীরা।
বিজ্ঞানীদের আশঙ্কা, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেসেজ পাঠিয়ে চ্যালেঞ্জ করতে পারে। মিথ্যার ফাঁদ পেতে তারা মানুষকে বিরাট ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। তাই এ ব্যাপারে কোনো ঝুঁকি নেয়া উচিত হবে না বলে মনে করেন ওই গবেষকরা।
সূত্র: জিনিউজ
একে// এআর
আরও পড়ুন