ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মানসম্মত পোনার সংকট ও মাছের খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে লোকসানে চিংড়ি চাষীরা

প্রকাশিত : ১১:৪৬, ৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১১:৪৬, ৫ এপ্রিল ২০১৬

মানসম্মত পোনার সংকট ও মাছের খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে লোকসানের মুখে পড়েছেন নড়াইলের চিংড়ি চাষীরা। অনেকেই আগ্রহ হারাচ্ছেন মাছ চাষে। এদিকে, নেত্রকোণার সোমেশ্বরী নদীর বিলুপ্ত প্রায় ‘মহাশোল’ মাছ পুকুরে চাষ করে সফলতা পেয়েছেন অনেক চাষী। খরচের তুলনায় ন্যায্য দাম না পাওয়ায় নড়াইলে কমতে শুরু করেছে চিংড়ি চাষ। চাষীরা বলছেন, ভালো রেনু পোনার সংকট আর মাছের খাবারের দাম বেশি হওয়ায় লোকসানের মুখে পড়তে হয়েছে তাদের। এক সময় প্রায় ১০ হাজার ঘের ও পুকুরে চিংড়ির চাষ হলেও, বর্তমানে তা নেমে এসেছে ২ হাজার ৬শ’ ২১টিতে। তবে, চিংড়ি চাষ সম্প্রসারণে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এদিকে, বিভিন্ন কারণে বিলুপ্তির পথে নেত্রকোণার সোমেশ্বরী নদীর বিরল প্রজাতির মাছ ‘মহাশোল’। তবে, পরীক্ষামূলকভাবে পুকুরে এই মাছ চাষ করে সফল হয়েছেন অনেকে। উৎপাদন ভাল হওয়ায়, মহাশোল মাছ পুকুরে চাষের জন্য খামারীদের পরামর্শ দিচ্ছে জেলার মৎস্য বিভাগও।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি