ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ০৯:০২, ২৬ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের বোয়ালী ব্রিজ এলাকায় মানিকগঞ্জগামী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ওই বাসের অধিকাংশ যাত্রী। 

হাইওয়ে পুলিশ জানায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত গার্মেন্টসকর্মীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতদের পরিচয় এখনো জানায় যায়নি। হতাহতদের উদ্ধারে কাজ করছে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও স্থানীয়রা।

 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি