ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

‘মানুষকে আকর্ষণ করার অসম্ভব এক ক্ষমতা নিয়ে জন্মেছিলেন হুমায়ূন আহমেদ’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ১২ ডিসেম্বর ২০২২ | আপডেট: ২০:৩৯, ১২ ডিসেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন। স্থানীয় সময় রোববার নিউইয়র্ক সিটির জ্যামাইকার ১৩১ পাবলিক স্কুলে এটি অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের আয়োজন করে প্রবাসের বিনোদন সংস্থা শো টাইম মিউজিক। এবারের সম্মেলনের উদ্বোধন করেন কবি বেলাল বেগ। প্রতি বছরের মতো এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি যাবার কথা ছিল। কিন্তু নানা কারণে এবার কেউ যেতে পারেননি। 

উদ্বোধনী অনুষ্ঠানে কবি বেলাল বেগ বলেন, মানুষকে আকর্ষণ করার অসম্ভব এক ক্ষমতা নিয়ে জন্মেছিলেন লেখক হুমায়ূন আহমেদ, যিনি ছিলেন একজন জাদুকর। তার লেখায়, তার ব্যক্তিত্বে, সর্বোপরি তার কাজে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন।

বক্তারা বলেন, লেখক হুমায়ূন আহমেদ ছিলেন বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক। অন্য দিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। মিসির আলি এবং হিমু তার
সৃষ্ট অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র।

এ আয়োজনে নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্জলি শিল্পীগোষ্ঠী। সঙ্গীত পরিবেশন করেন-এস আই টুটুল এবং সেলিম চৌধুরী, সেলিম ইব্রাহীমসহ অনেকে। সমবেত সংগীত পরিচালনায় ছিলেন-চন্দন চৌধুরী।

উল্লেখ্য, এবারের হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কথা সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ছড়াকার ও লেখক লুৎফর রহমান রিটন, বিশেষ অতিথি লেখক ও প্রকাশক মাজহারুল ইসলাম এবং আয়োজনের প্রধান সমন্বয়কারী মেহের আফরোজ শাওন। আয়োজকদের পক্ষ থেকে আগেই বলা হয়েছে নানা কারণে এবারের পূর্বঘোষিত অতিথিরা কেউই উপস্থিত থাকতে পারছেন না।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি