ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মানুষের আস্থা অর্জনের অঙ্গীকার রাহুল গান্ধীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ৫ মার্চ ২০১৮

ভারতবাসীর আস্থা অর্জনের অঙ্গীকার দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিশেষ করে দেশটির উত্তর পূর্বাঞ্চলের মানুষদের আস্থা পুনরায় ফিরিয়ে আনতে কাজ করে যাওয়ার ঘোষণা দিলেন রাহুল। 

গত শনিবার উত্তর পূর্বাঞ্চলের তিন রাজ্য মেঘালয়, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে অনুষ্ঠিত হওয়া রাজ্য নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। তিনটি রাজ্যেই ভরাডুবি হয় রাহুল নেতৃত্বাধীন কংগ্রেস পার্টির।

মাত্র ২১টি আসন পেয়ে রাজ্যসভার দখল হারায় কংগ্রেস। আর ত্রিপুরা এবং নাগাল্যান্ডে একটি আসনও ঘরে তুলতে পারেনি দেশটির ইতিহাসের সবথেকে পুরনো এই রাজনৈতিক দল।

এ বিষয়ে পার্টি সভাপতি রাহুল গান্ধী গত দুই দিন কোন মন্তব্য না করলেও আজ এসব অঞ্চলে মানুষের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে কাজ করার ঘোষণা দেন তিনি।

এক টুইট বার্তায় তিনি জানান, “ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের জনগণের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা আছে কংগ্রেসের”।

“উত্তর পূর্বাংশে জনগণের আস্থা ফিরিয়ে আনতে দলীয় সামর্থ্য বৃদ্ধিতে বদ্ধ পরিকর আমরা। আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি সেইসব দলীয় কর্মীদের জন্য যারা নির্বাচনে দলের হয়ে শ্রম দিয়েছেন”।

তবে দলের এমন ভরাডুবিতে এখন পর্যন্ত কোন ধরণের মন্তব্য করতে রাজি হননি দলের অন্যান্য জ্যেষ্ঠ্য নেতারা।

এদিকে ৯৩ বছর বয়সী নানীর সঙ্গে সাক্ষাৎ করতে এই মুহুর্তে ইতালীতে অবস্থান করছেন রাহুল গান্ধী।

সূত্রঃ এনডিটিভি

//এস এইচ এস//এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি