ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মানে-ফিরমিনোর জোড়া গোলে লিভারপুলের জয়

প্রকাশিত : ১১:২১, ১১ মার্চ ২০১৯

অ্যানফিল্ডে জোড়া গোল করলেন রবের্তো ফিরমিনো। সঙ্গে সাদিও মানেও করলেন দুই গোল। এই দুই ফরোয়ার্ডের নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে সহজেই হারিয়েছে লিভারপুল। 

রোববার ম্যাচটিতে বার্নলিকে ৪-২ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। পড়ে ঘুরে দাঁড়িয়ে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা।

ম্যাচের ৬ মিনিটেই ওয়েস্টউডের গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। তবে ম্যাচের ১৯তম মিনিটে ফিরমানোর গোলে সমতা আনে তারা। এরপর দশমিনিট পর মানের গোলে ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর ম্যাচের ৬৭তম মিনিটে ফিরমানো গোল করে ব্যবধান বাড়ান ৩-১ এ। অতিরিক্ত সময়ে গুদমুন্দসন গোল করে ব্যবধান কমান ৩-২ এ। এরপর শেষ মুহুর্তে মানে গোল করলে ৪-২ এর জয় পায় লিভারপুল।    

এ জয়ে ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি