ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মামলা থেকে বাদ দেওয়া হলো শাকিব খানকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪০, ১৪ মার্চ ২০১৮ | আপডেট: ২৩:২৯, ১৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

হবিগঞ্জের অটোরিকশা চালকের করা প্রতারণা ও মানহানির মামলা থেকে বাদ দেওয়া হয়েছে চিত্রনায়ক শাকিব খানকে। আজ তার নাম বাদ দিয়েই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। মামলায় শুধু পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি শাহ আলম হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা জাহানের কাছে এই প্রতিবেদনটি দেন। এতে ‘রাজনীতি’ সিনেমার প্রযোজক আশফাক আহমেদ ও পরিচালক বুলবুল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আদালত প্রতিবেদনের ওপর আগামী ১০ মে শুনানির দিন ধার্য করেছে।

এ ব্যাপারে মামলার বাদীপক্ষের আইনজীবী এডভোকেট এম এ মজিদ বলেন, ‘মামলার মূল অভিযুক্ত চিত্রনায়ক শাকিব খানকে বাদী হয়ে একটি ফরমায়েশি প্রতিবেদন মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে দাখিল করেছেন। আমরা প্রতিবেদনে সন্তুষ্ট হতে পারছি না। তাই এর বিরুদ্ধে আগামী ধার্য তারিখে নারাজি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

মামলার বাদী অটোরিকশা চালক ইজাজুল মিয়া বলেন, ‘আদালতের প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিতে আমার আইনজীবীর সঙ্গে পরামর্শ করছি। এখন আমরা সে প্রস্তুতিই নিচ্ছি।’

এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি শাহ আলম জানান, যেহেতু সিনেমাটি সেন্সরবোর্ড থেকে অনুমোদনের সময় দায়ভার পরিচালক ও প্রয়োজক গ্রহণ করে থাকেন; এ জন্য এর দায়ভার পরিচালক প্রয়োজককেই গ্রহণ করতে হয়। তাই তদন্ত প্রতিবেদনে ঘটনার নেপথ্যে নায়কের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। এ কারণে নায়ককে বাদ দিয়ে পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর হবিগঞ্জের আদালতে ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন ইজাজুল মিয়া নামের এক অটোরিকশা চালক। এর আগে শাকিব ভক্তদের মোবাইল ফোনে অতিষ্ঠ হয়ে ইজাজুল গত ২৮ অক্টোবর বানিয়াচং থানায় ‘রাজনীতি’ সিনেমার প্রযোজক আশফাক আহমেদ, পরিচালক বুলবুল বিশ্বাসের বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি করেন।
ছবিতে নায়ক শাকিব খান যে নাম্বারটি ব্যবহার করেন সেটি কাকতালীয়ভাবে মিলে যায় ইজাজুল মিয়ার নাম্বারের সঙ্গে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি