ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মারা গেছেন রম্যলেখক সাজ্জাদ কবীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ১১ মে ২০২০

Ekushey Television Ltd.

লেখক সাজ্জাদ কবীর আর নেই (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি রোববার রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মারা যান। তিনি একজন রম্য লেখক, দীর্ঘদিন উন্মাদ পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 

সাজ্জাদ কবীরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উন্মাদ পত্রিকার সহযোগী সম্পাদক বিপনু চৌধুরী।

তিনি বলেন, সাজ্জাদ কবীর দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি ভারতে চিকিৎসাও করিয়েছিলেন। 

তিনি আরও জানান, রাতেই সাজ্জাদ কবীরের মরদেহ নিয়ে যাওয়া হয় যশোরে তার পৈত্রিক ভিটায়। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।

উল্লেখ্য, রম্যলেখক সাজ্জাদ কবীর ১৯৬২ সালের ১২ জুন যশোরে জন্মগ্রহণ করেন। বই পড়ার নেশা থেকেই সাজ্জাদ কবীরের লেখালেখির শুরু। ১৯৮৭ সালে বাংলাদেশ কথাশিল্পী সংসদ আয়োজিত গল্প প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে লেখক হিসেবে তার প্রথম আত্মপ্রকাশ। পত্রিকায় তার প্রথম গল্প বের হয় সাপ্তাহিক চিত্রালীতে। তার পর একে একে প্রকাশিত হয় তার গল্প, প্রবন্ধ, কলাম ও রম্য রচনা। মৌলিক লেখা ছাড়াও অনুবাদ করেছেন বিভিন্ন ধরনের গল্প, উপন্যাস ও প্রবন্ধ। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি