ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মার্কিন মুলুকে মাঝআকাশে দুই বিমানের সংঘর্ষ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১০:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে মাঝ আকাশে আবারও দুটি বিমানের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত দুজনের নিহতের খবর পাওয়া গেছে। দেশটির স্থানীয় সময় বুধবার সকালে অ্যারিজোনা রাজ্যের মারানা আঞ্চলিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। খবর সিএনএনের। 

দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের প্রাথমিক তথ্য অনুসারে, মারানা আঞ্চলিক বিমানবন্দরের কাছে স্থানীয় সময় সকাল ৮টা ২৮ মিনিটে মাঝ আকাশে সেসনা ১৭২এস এবং ল্যাংকেয়ার এমকে ২২ মডেলের দুইটি ছোট বিমানের সংঘর্ষ হয়। 

মারানা পুলিশ ডিপার্টমেন্ট দুইজনের নিহতের তথ্য নিশ্চিত করেছে। প্রতিটি বিমানে দুইজন করে আরোহী ছিলেন। তবে বাকি আরোহীদের অবস্থা কেমন- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের জন্য ওই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। 

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে বিমান ও হেলিকপ্টারের মাঝে সংঘর্ষ হয়। সেইসময় বিমান ও হেলিকপ্টারে থাকা ৬৭জনই নিহত হয়েছে। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি