ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মার্কিন সহায়তা সাময়িক বন্ধ, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ২৬ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৮:১৫, ২৬ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন বিশ্বব্যাপী আমেরিকার সাময়িক বন্ধ করা হয়েছে। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটা শুধু বাংলাদেশের জন্য নয়। আমেরিকার নতুন সরকার আসার পর এমন সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল।

চীন সফর শেষ দেশে ফিরে রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর সম্প্রতি মিশর ও ইসরায়েল বাদে বিশ্বের সব দেশের জন্য সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই নির্দেশনার জেরে আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড বাংলাদেশেও তাদের সহায়তা প্রদান স্থগিত করেছে। রোববার (২৬ জানুয়ারি) এক চিঠিতে সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সহায়তা প্রদান বন্ধ সংক্রান্ত একটি গোপন নথিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বিদ্যমান বা নতুন সহায়তার বিষয়গুলো পর্যালোচনা এবং অনুমোদিত না হওয়া পর্যন্ত নতুন করে অর্থ ছাড় দেওয়া হবে না। আগামী ৮৫ দিনের মধ্যে বিদেশি সহায়তার বিষয়গুলো রিভিউ করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকাই প্রথম’ নীতির অংশ এই উদ্যোগ।

ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতের ভিসা না পাওয়ায় বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীনের কুনমিংকে বিকল্প হিসেবে ভাবছে সরকার। চীনের ভিসা সহজ করা এবং ভিসা ফি কমানোর আহ্বান জানানো হয়েছে।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দিতে রাজি হয়েছে চীন। এখন স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমরা বলেছি, পূর্বাচলে সুন্দর জায়গা রয়েছে। সেখানে আমরা জায়গা দেওয়ার কথা তাদের বলেছি।

তিনি আরো বলেন, চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে। তারা আশ্বাস দিয়েছে বিষয়টি দেখবে।

তৌহিদ হোসেন বলেন, জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্পর্কিত তথ্য পেতে চীনের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। এতে প্রয়োজনীয় গবেষণা সংক্রান্ত তথ্য-উপাত্ত সরবরাহের তাগিদ দেওয়া হয়েছে। ব্রহ্মপুত্র নদে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে পানি প্রবাহ কমবে না।

পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ব্রহ্মপুত্র নদীতে বাঁধ নির্মাণের বিষয়ে চীনকে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। তবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো আলোচনা হয়নি।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি