মার্কিন সামরিক ঘাঁটি সরানোর দাবিতে জাপানিদের বিক্ষোভ
প্রকাশিত : ১৪:০৮, ১৯ জুন ২০১৬ | আপডেট: ১৪:০৮, ১৯ জুন ২০১৬
জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরানোর দাবিতে বিক্ষোভে জড়ো হচ্ছে কয়েক হাজার জাপানি।
সম্প্রতি এক নারীকে ধর্ষণ এবং হত্যার ঘটনায় সাবেক মার্কিন নৌবাহিনীর সদস্য গ্রেফতার হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। ওকিনাওয়া ছাড়াও রাজধানী টোকিও’র পার্লামেন্ট ভবনের বাইরেও বিক্ষোভ করার পরিকল্পনা রয়েছে প্রতিবাদকারীদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বীপটিতে সামরিক ঘাঁটি তৈরি করে যুক্তরাষ্ট্র। সেখানে প্রায় ২৬হাজার মার্কিন সামরিক সদস্য রয়েছে। চীন থেকে মাত্র ৪শ মাইল দুরে অবস্থিত ওকিনাওয়া সামরিক দিক বিবেচনায় খুবই গুরুত্বপূর্ন।
আরও পড়ুন