ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

মার্তিনেসের গোলে পেরুকে হারাল আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ২০ নভেম্বর ২০২৪

লাউতারো মার্তিনেসের দর্শনীয় গোলে জয়ের ধারায় ফিরলো আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়েছে তারা।

বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৬টায় ২০২৪ সালের শেষ ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা।

ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নরা সেরা ছন্দে না থাকলেও তাদেরকে তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি পেরু।

তবে মেসি-আলভারেসদের আক্রমণে সেই চিরচেনা ধার চোখে পড়ল না। অধিকাংশ সময় প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখেও সুযোগ তৈরি করতে পারল না আর্জেন্টিনা। প্রথমার্ধে ৭৬ শতাংশ বল পায়ে রাখলেও তাই কিছুটা মলিন ছিল তাদের আক্রমণ। পুরো ৪৫ মিনিটে কেবল একবারই গোলমুখে শট নিতে পেরেছিল তারা। মেসি একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও সেখান থেকে স্কোরশিটে নাম ওঠানো হয়নি কারোরই। 

তবে, শেষ মুহূর্তের এক ঝলকে ব্যবধান গড়ে দেন লাউতারো মার্তিনেস। ম্যাচের ৫৫ মিনিটে তার দুর্দান্ত এক গোলে পেরুর বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেল কোপা আমেরিকার শিরোপাধারীরা। আর্জেন্টিনার গণমাধ্যমের খবর অনুযায়ী, এটি দেশটির ফুটবলে ১ হাজার ৯৯৯তম গোল। 

এর মধ্যদিয়ে এক ম্যাচ পর জয়ের ধারায় ফিরল মেসিরা। সেই সঙ্গে বছরের শেষটা জয়ে রঙিন করলো আর্জেন্টিনা

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি