ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে বাংলাদেশিসহ গ্রেফতার ৪০০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:১৫, ৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে চারশ’রও বেশি মানুষ গ্রেফতার হয়েছে। গ্রেফতার ব্যাক্তিদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে

ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাজধানী কুয়ালালামপুরে সোমবার এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ জাল পাসপোর্ট এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের ভুয়া কাগজপত্র জব্দ করেছে।

 এক সপ্তাহ পরই দেশটিতে সাউথ-ইস্ট এশিয়ান গেমস শুরু হতে যাচ্ছে। আর এই প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে দেশটি।

ওই অভিযানে বেশ কয়েকটি বাড়িতে পুলিশ দরজা ভেঙ্গে প্রবেশ করে এবং হাতকড়া পরিয়ে অনেককে গাড়িতে তুলেছে। পুলিশ জানায়, তদন্ত ও অনুসন্ধানের জন্য এদের নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের মতে, নিখোঁজ বা ভ্রমণের ভুয়া কাগজপত্র বহন করে সিরিয়া ও ইরাকে গিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কেউ যেন জড়িয়ে না পড়ে এমন মানুষদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। সূত্র: বিবিসি।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি