ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় হত্যা মামলায় ৫ বাংলাদেশি রিমান্ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৪:১১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে ব্যবসায়ী রবিউল হত্যার ঘটনায় দুই নারীসহ ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এছাড়াও মামলা তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

নিহত রবিউল শেখ মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা ছিলেন। তবে, গ্রেপ্তারদের নাম ও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ওই বিবৃতিতে এসিপি বলেন, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন সাতের জালান ক্রিস্টাল এলাকার একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার খবর পায় পুলিশ। এরপর শাহ আলম হাসপাতাল থেকে তাৎক্ষণিকভাবে একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠায় পুলিশ। ঘটনাস্থলেই হাসপাতালের চিকিৎসক রবিউল শেখকে মৃত ঘোষণা করেন। মাংস কাটার ছুরি দিয়ে মাথা, রবিউলের শরীর ও হাতে একাধিক আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন ওই চিকিৎসক।

একইদিন দুপুর ২টার দিকে ৩৩ থেকে ৫৩ বছর বয়সী পাঁচ বাংলাদেশিকে ওই এলাকার মুদি দোকানের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড ছিল না এবং তারা মাদক পরীক্ষায়ও নেগেটিভ ছিলেন। তাদেরকে ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি