ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মালালা প্রযোজিত ‘জয়ল্যান্ড’ অস্কারে সেরা বিদেশি ছবি মনোনীত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ৭ অক্টোবর ২০২২

অস্কারে যাচ্ছে পাকিস্তানি ছবি ‘জয়ল্যান্ড’। এই ছবির কার্যনিবাহী প্রযোজক হলেন নোবেলজয়ী শিক্ষাবিদ মালালা ইউসুফজাই। এই ছবিটি অস্কারে মনোনীত হয়েছে সেরা আন্তর্জাতিক ছবির বিভাগে।

মালালার প্রযোজনায় তৈরি ‘জয়ল্যান্ড’ চলতি বছরের শুরুতে দেখানো হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। শুধু তাই নয়, এই ছবি জিতে নিয়েছে ক্যুইয়ার পাম ও বিশেষ জুরি পুরস্কার।

কী বিষয় নিয়ে তৈরি মালালার ‘জয়ল্যান্ড’?

যৌনতা নিয়ে চলতি ধারণার বিপক্ষে কথা বলে এই ছবি। এই ছবিতে দেখানো হয় এক পরিবারকে। সে পরিবারে পুত্রসন্তানকে মাথায় করে রাখা হয়। সেই পরিবারের ছোটছেলে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করে। শুরু করে নাচ, গান, নাটক। প্রেমে পড়ে এক বৃহন্নলার। যৌনতার সামাজিক ধারণাকে ভেঙেচুড়ে দেয় এই ছবি।

মালালা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পাকিস্তানি শিল্পীদের সঙ্গে বিশ্বের পরিচয় করিয়ে দেয় ‘জয়ল্যান্ড’। আমি ভীষণ গর্বিত এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে। পাশে থাকতে পেরে। এ ছবি আমাদের চোখ খুলে দেয়। চারপাশের মানুষ, পরিবার-পরিজনকে নতুন করে চিনতে শেখায়। আমরা নিজেদের প্রত্যাশা দিয়ে তৈরি নই, সমাজের পরিয়ে দেওয়া রঙিন চশমা দিয়ে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি।’ এই ছবিতে অভিনয় করেছেন পাকিস্তানের একাধিক জনপ্রিয় অভিনেতা। ছবিতে রয়েছেন আলি জুনেজো, রাস্তি ফারুক, আলিনা খান, সরওয়াত গিলানি, সোহেল সমীর, সলমন পীরজাদা এবং সানিয়া সইদ।

বরাবরই অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন মালালা। নারীদের প্রতি অত্যাচার ও পুরুষতান্ত্রিক সমাজের দিকে আঙুল তুলেছেন তিনি। এই যেমন, চলতি বছরে কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন তিনি। টুইট করে লিখেছিলেন, ‘পড়াশোনা এবং হিজাবের মধ্যে কোনও একটা বেছে নিতে বাধ্য করছে কলেজ। হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি ভয়ানক। খোলামেলা হোক বা ঢাকা পোশাক – মহিলাদের অবজেক্টিফিকেশনের ধারা চলছেই।’

সূত্র: সংবাদ প্রতিদিন

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি