ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মালিঙ্গার জন্মদিনে কী শুভেচ্ছা বার্তা দিলেন শচীন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ২৯ আগস্ট ২০১৮

জীবনের ৩৪টি বসন্ত পার করে ফেললেন কিংবদন্তী লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। গতকাল মঙ্গলবার উদযাপন করলেন ৩৫তম জন্মদিন। আর নিজের জন্মদিনে দারুণ মজাদার এক শুভেচ্ছা বার্তা পেলেন বাহারি ঝাঁকড়া চুলের পেসার মালিঙ্গা। আর এই বার্তাটি তিনি পেয়েছেন সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন ভারতীয় কিংবদন্তী শচীন টেন্ডুলকারের কাছ থেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মালিঙ্গাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শচীন। লিখেছেন, ‘যখন মালিঙ্গার বিপক্ষে ব্যাটিংয়ের সময় আসত তখন আমি সব সময় বলতাম, ‘চুলে নয় বলের দিকে তাকাও’। শুভ জন্মদিন, প্রিয় বন্ধু।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) একসঙ্গে মুম্বাই ইন্ডিয়ানসে খেলার সুবাদে মালিঙ্গার সঙ্গে শচীনের বেশ ভালো বন্ধুত্ব রয়েছে। দু’জন একসঙ্গে বেশ কিছু মজার মুহূর্ত কাটিয়েছেন মুম্বাই শিবিরে। সেই সুর ধরেই জন্মদিনে মালিঙ্গার সঙ্গে মজা করে নিলেন লিটল মাস্টার।

জাতীয় দলের হয়ে শচীন অনেকবার মালিঙ্গার মুখোমুখি হয়েছেন। টেস্ট ক্রিকেটে ২বার আর ওয়ানডে ক্রিকেটে ৪বার মালিঙ্গার শিকার হয়েছেন শচীন। বেশ কয়েক বছর হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শচীন টেন্ডুলকার। তবে এখনও সেই পথে হাঁটেননি মালিঙ্গা। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় দলে নিজের জায়গাও হারিয়ে ফেলেছেন মালিঙ্গা। ফর্মের পড়তির কারণে বর্তমান লংকান জাতীয় দলে নেই ভিন্ন অ্যাকশনের জন্য বিখ্যাত এ পেসার। তিন ফরম্যাটের ক্রিকেটে এখনও পর্যন্ত সব মিলিয়ে ৪৯২টি উইকেট নিয়েছেন তিনি। ৩১ টেস্টে ১০১, ২০৪ ওয়ানডেতে ৩০১ ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৯০ উইকেট রয়েছে মালিঙ্গার নামের পাশে। তার নিখুঁত ইয়র্কারে স্ট্যাম্প ওড়ে যাওয়ার দৃশ্য এক সময় লঙ্কান ক্রিকেটের বড় বিজ্ঞাপন ছিল।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি