ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

মালিরতে একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় ২ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৪, ১৯ জুন ২০১৭ | আপডেট: ১১:২২, ২০ জুন ২০১৭

মালির রাজধানী বামাকোর একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় ২ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় সোমবার মালির রাজধানি বামাকোর পশ্চিমে কানগাবা শহরের বিলাসবহুল রিসোর্ট লী ক্যাম্পেমেন্টে বন্দুকধারীরা এ হামলা চালায়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, কয়েকজন বন্দুকধারী রিসোর্টটিতে আচমকা হামলা করে এলোপাতাড়ি গুলি বর্ষন করে। এতে ঘটনাস্থলেই নিহত হয় দুজন । আহত হন অনেকে। একইসময় নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের লক্ষ্য করে গুলি চালালে ৪ জন হামলাকারী নিহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ৩২ জন অতিথিকে উদ্ধার করে নিরাপদ স্থানে সড়িয়ে নেয়। হামলাটির সাথে জঙ্গী সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি