ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালেশিয়ায় নিষিদ্ধ পদ্মাবত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৮, ৩০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:০২, ৩১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মালেশিয়ায় এবার নিষিদ্ধ হলো বহুল আলোচিত-সমালোচিত সঞ্জয় লীলা বানসালির `পদ্মাবত`ছবিতে রয়েছে এমন কিছু দৃশ্য তাতে দেশের মুসলিম ধর্মাবলম্বী মানের ভাবাবেগে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির  সেন্সর বোর্ড।

মালয়েশিয়া সেন্সর বোর্ডের চেয়ারম্যান জামবেরি আবদুল আজিজ জানিয়েছেন, বানসালির `পদ্মাবতী` ছবিতে এমন কিছু দৃশ্য রয়েছে যা মুসলিম ধর্মাবলম্বী মানের ভাবাবেগে আঘাত হানতে পারে।

তিনি বলেন, মালেশিয়ার মত মুসলিম প্রধান দেশে এই ছবির মুক্তি দেওয়া একটু ঝঁকির কাজ হয়ে যাবে।  সেই ঝুঁকি কোনওভাবেই নিতে রাজি নয় সেন্সর বোর্ড।  যদিও দেশের ফিল্ম ডিস্ট্রিবিউটাররা ছবিটিকে ছাড়পত্র দেওয়ার আবেদন করেছিল।  কিন্তু এখনই সেই আবেদনে কোন গুরুত্ব দেওয়া হচ্ছে না।  সেই আবেদনপত্র আপিল কমিটির কাছে পাঠানো হয়েছে।  সেখানে অনুমোদন পেলেই বিষয়টি ভেবে দেখা হবে।

ভারতের সুপ্রিমকোর্টের নির্দেশের পর একাধিক গোণ্ডি পেরিয়ে ভারতে `পদ্মাবত`র মুক্তি ঘটেছে বটে। তবে কর্ণীসেনার আন্দোলন থামেনি। এই নিয়ে বিরোধ, অবরোধ, আন্দোলন চলছেই।

ভারতের একাধিক রাজ্যে `পদ্মাবত` প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার ভারতের বাহিরে নতুন সংকটে সঞ্জয়লীলা বনসালির পদ্মাবত।  সূত্র: হলিউড রিপোর্ট

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি