ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ার ভবন ধসে তিন বাংলাদেশী শ্রমিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ২৯ নভেম্বর ২০২৩

মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবন ধসে তিন বাংলাদেশী শ্রমিক নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে আরও ৪ শ্রমিক।

স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, প্রথমে নির্মাণাধীন ওই তিন তলা ভবনের প্রায় ১২ মিটার লম্বা ও  ১৪ টন ওজনের একটি বিম ভেঙে পড়ে। এরপর আরও ১৪টি বিম ভেঙে পড়ে। ওই সময় সেখানে কাজ করছিলেন ১৮ শ্রমিক। তারা সবাই বাংলাদেশি। 

দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৯ শ্রমিক। এরমধ্যে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। দু’জনের অবস্থা আশংকাজনক। 

বাকি ৪ শ্রমিক এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।  ফায়ার সার্ভিস জানায়, কংক্রিটের ভারী কাঠামোর কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি