ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মালয়েশিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৪, ২১ এপ্রিল ২০২৩

সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ

সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ

মালয়েশিয়ায় বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২২ এপ্রিল)। 

আজ শুক্রবার ৩০তম রোজা পালন করবেন মালয়েশিয়ার মুসলিমরা। আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন দেশটির ধর্মপ্রাণ মুসলিমরা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় কিপার অফ দ্য গ্রেট সিল অফ দ্য কিংস, তান শ্রী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এ ঘোষণা দিয়েছেন।

সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ বলেন, ‘মহামান্য রাজাদের সম্মতি অনুসরণ করে ইয়াং ডি পারতুয়ান আগাংয়ের (রাজা) আদেশ মেনে আমি এ ঘোষণা করছি, মালয়েশিয়ার রাজ্যগুলোতে হারি রায়া পুয়াসার তারিখ শনিবার (২২ এপ্রিল) নির্ধারণ করা হয়েছে।’

তিনি বলেন, সারাদেশে ২৯টি স্থানে চাঁদ দেখার ফলাফলের রিপোর্ট পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে ২২ এপ্রিল হারি রায়া আদিলফিত্রী (ঈদুল ফিতর)'র তারিখ নির্ধারণ করা হয়েছে। সকলে জামাতের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি