ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ১০ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২১:১৮, ১১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পরিবারের স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়া এসে এখন লাশ হয়ে দেশে ফিরছেন নারায়ণগঞ্জের আব্দুল জলিল।  শুক্রবার কুয়ালালামপুরে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে চার তলা ভবন থেকে পড়ে শ্রমিক আব্দুল জলিলের মৃত্যু হয়।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দাসপাড়া গ্রামের মৃত সালামের ছেলে আব্দুল জলিল পরিবারের স্বচ্ছলতা ফেরাতে তিন বছর আগে মালয়েশিয়া আসেন। কুয়ালালামপুর শহরের জেলান টেকনোলজি নামে একটি কোম্পানিতে কাজ শুরু করেন। শুক্রবার একটি নির্মাণাধীন ভবনের চার তলায় শ্রমিকের কাজ করতে গিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই জলিল মারা যান।

নিহত জলিলের বড় ভাই আবুল হোসেন জানান, সোমবার তার মরদেহ দেশে পাঠানোর কথা রয়েছে। পারিবারিক জীবনে দুই কন্যা সন্তানের জনক আব্দুল জলিল।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি