ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

প্রকাশিত : ২০:৫০, ১৭ মার্চ ২০১৯ | আপডেট: ১৬:০১, ১৯ মার্চ ২০১৯

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।

রোববার সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শুরু হয় মূল অনুষ্ঠান। প্রথমেই পুস্পস্তবক অর্পণ করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ শহীদুল ইসলাম। এরপর পুস্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

রোববার সকাল ১০টায় দুতাবাস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও শ্রম শাখার ২য় সচিব ফরিদ আহমেদ ইসলামের পরিচালনায় বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন এয়ার কমডোর মো. হুমায়ূন কবির, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ডেপুটি হাই কমিশনার ওয়াহিদা আহমেদ। পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর জহিরুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো. মশিউর রহমান তালুকদার।

হাই কমিশনার বলেন, জাতির জনকের জীবনের দীর্ঘ সময় কেটেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। জীবনের শ্রেষ্ঠ সময়গুলো তিনি অকাতরে কারাগারের ভেতরে কাটিয়ে দিয়েছেন বাঙালির মুক্তির পথ দেখাতে।

বঙ্গবন্ধুর ছেলেবেলা অনুকরণীয় ছিল উল্লেখ করে অনুষ্ঠানে আগত শিশুদের রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর জীবনী পাঠ করার আহবান জানান। তিনি শিশুদের বঙ্গবন্ধুর দুইটি গুণ আত্মস্থ করতে বলেন, একটি হলো অন্যায় না মেনে নেওয়া, অন্যটি হলো দেশপ্রেম।

অনুষ্ঠানে হাই-কমিশনার শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর জন্মদিনের কেট কাটেন এবং গত ৯ মার্চ শনিবার অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক শিশু চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ নেওয়া ১ম, ২য়, ৩য় সেরা তিনজন বিজয়ীর হাতে এই পুরস্কার তুলে দেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল, প্রথম সচিব বাণিজ্য মো. রাজিবুল আহসান,ফার্স্ট সেক্রেটারি তাহমিনা ইয়াছমিনসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারি, ব্যবসায়ী, সামাজিক ও মালয়েশিয়া আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি