ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মালয়েশিয়ায় বিদেশি অভিবাসীদের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৩, ৯ মে ২০২০

মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের দ্বারা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান পরিচালনা করার ঘোষণা দেওয়ার কয়েকঘণ্টা পরই অভিযান শুরু করেছে ডিবিকেএল। এ সময় বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে কুয়ালালামপুরের শ্রী জায়ার বাংলাদেশি মালিকানাধীন একটি খুচরা দোকান বাজেয়াপ্ত করেছে ডিবিকেএল কর্তৃপক্ষ।

এ সময় একজন ভারতীয় নাগরিক, একজন মিয়ানমার ও একজন বাংলাদেশিসহ তিন কর্মচারীকে আটক করে ডিবিকেএল। কর্মচারীদের মধ্যে একজনের কাছে একটি নির্মাণ সাইটের ভিসা, একজনের কাছে পরিচ্ছন্ন কর্মীর ভিসা ও মিয়ানমারের নাগরিকের কাছে শরণার্থী কার্ড (জাতিসংঘ প্রদত্ত) পাওয়া যায়। বৈধভাবে কাজের অনুমতি না থাকায় তাদেরকে অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করেছে ডিবিকেএল।

জানা গেছে, মালয়েশিয়ায় বিদেশিদের দ্বারা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান নিয়মিত অভিযান পরিচালনা করার ঘোষণা দেন অভিবাসন বিভাগ। এই অভিযানে সহযোগিতা করবে সিটি কর্পোরেশন ও ডিবিকেএল।

শুক্রবার দেশটির ইমিগ্রেশন প্রধান দাতুক খায়রুল দাজায়মি দাউদ স্থানীয় দৈনিক সিনার হারিয়ানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, কুয়ালালামপুরসহ বিভিন্ন জায়গায় বিদেশি অভিবাসীরা ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছে যা অভিবাসন আইনের অবৈধ। আমরা তাদের ব্যাপারে অভিযান পরিচালনা করবো।

তিনি আরও বলেন, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর ৩৯ (বি) অনুচ্ছেদ অনুসারে গ্রেফতার করা হয়েছে। যা সামাজিক কর্মীদের দ্বারা প্রদত্ত পাসপোর্টের অপব্যবহার। গ্রেফতারকৃতদের কালো তালিকাভুক্ত করা হবে এবং আমরা মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) বিষয়টি বাস্তবায়নে কুয়ালালামপুর সিটি হলকে (ডিবিকেএল) পুরোপুরি সহযোগিতা করবো।

এ সময় তিনি আরও বলেন, যারা ভিসার অবৈধ ব্যবহার করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে মালয়েশিয়া ইমিগ্ৰেশন। এছাড়া ডিবিকেলের অনুমিত ও লাইসেন্স না নিয়ে বিদেশিদের দ্বারা পরিচালিত ব্যবসায়ের বিরুদ্ধে আমরা কোনো আপস করব না এবং  ব্যবসা বাণিজ্য অবশ্যই নিয়মতান্ত্রিক অনুসারে হতে হবে।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি