ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় ‘মানবপাচারের হোতাসহ’ ৫১ বাংলাদেশি আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৬, ১২ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের হোতাসহ ৫১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার শাহ আলম এলাকার একটি আস্তানা থেকে তাদেরকে আটক করা হয় বলে অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলীকে উদ্ধৃত করে দ্যা স্টার অনলাইনের খবরে বলা হয়েছে।

অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলী বলেন, ‘আবাং বাংলা’ নামে পরিচিত ৪৩ বছর বয়সী ওই নাটের গুরুসহ সবাই ঢাকা থেকে জাকার্তায় হয়ে নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ার প্রবেশ করে। এরা সবাই অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত।

তাদের দখলে থাকা ওই বাড়ির উপর কয়েক সপ্তাহ ধরে নজরদারি করা হচ্ছিল বলে জানান এই অভিবাসন কর্মকর্তা।

মুস্তাফার বলেন, বাংলাদেশিদের ২০ থেকে ৪৫ বছর বয়সী কেউ কেউ কালো তালিকাভুক্ত হওয়ায় বৈধ পথে মালয়েশিয়ায় ঢুকতে পারেনি।

“এরা আগেও এখানে ছিল, অবৈধভাবে বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষের পরও কাজ করায় তাদের ধরা হয়েছিল। এ কারণেই তারা কালো তালিকাভুক্ত।”

ঘটনাস্থল থেকে ১৩ হাজার মালয়েশীয় রিঙ্গিত জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি