ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় হাইকমিশন কর্মকর্তাদের ইফতার মাহফিল

প্রকাশিত : ২৩:১৪, ২৬ মে ২০১৯

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে কর্মরত অফিস স্টাফদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানী কুয়ালালামপুরের আম্পাং এলাকার মসজিদ আল-মোস্তাকিমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। আয়োজকরা উপস্থিত অতিথি ও ধর্মপ্রাণ মুসল্লিদের ধন্যবাদ জানান ও সকলের কাছে দোয়া কামনা করেন।

এ সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের শ্রম শাখার প্রথম সচিব মো: হেদায়েতুল ইসলাম মন্ডল, ২য় সচিব ফরিদ আহমদ।

এছাড়া আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. আরিফুল ইসলাম, মো. হেলাল, তারিক আহমেদ, সোহরাব হোসেন, তোফায়েল আহমেদ, তরিকুল ইসলাম, মো. হায়দার ইসলাম, মো. জাহাঙ্গির আলম, সাইফুল ইসলাম, সাজ্জাদুর রহমান, আশরাফুল ইসলাম, মো. মোকসেদ আলী, মাহমুদ, ওয়াহীদুজ্জামান চৌধূরী, আলী আহসান চৌধূরী প্রমুখ।

এনএম/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি