ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় ৫শ’ ১৫বাংলাদেশি শ্রমিকসহ আটক ১হাজার ৫শতাধিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ২ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরুর প্রথম দিনে দেড় হাজারের বেশি ব্যক্তিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। তাদের মধ্যে ৫শ’ ১৫ জনই বাংলাদেশি শ্রমিক।
মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের মহাপরিচালক মুস্তাফার আলীর বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম মালয়েশিয়া স্টার এ’তথ্য জানিয়েছে। আটককৃতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। এছাড়া, অবৈধ অভিবাসীদের কাজ দেয়ায় ১৬ জন চাকরিদাতাকেও আটক করা হয়েছে বলে জানা গেছে। এখন থেকে প্রতিদিনই এমন অভিযান চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, শ্রমিকদের বৈধ হতে সরকারের দেয়া সাড়ে চার মাসের সময়সীমার মধ্যে সবচেয়ে বেশি আবেদন করেছেন বাংলাদেশিরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি