ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মালয়েশিয়ায় ৫১তম বিজয় দিবস উদযাপন

মো: আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে

প্রকাশিত : ০৮:৫৯, ১৭ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১০:০৪, ১৭ ডিসেম্বর ২০২২

যথাযোগ্য মর্যাদায় ৫১তম মহান বিজয় দিবস উদযাপন করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে জাতীয় সংগীতের মধ্যদিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। এসময় বীর শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা সাইদুল ইসলাম।

হাইকমিশনারের সভাপতিত্বে ও প্রথম সচিব (রাজনৈতিক) রেহোনা পারভীনের সঞ্চালনায় দিবসের আলোচনা সভায় শুরুতে কাউন্সেলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধূরী রাষ্ট্রপতির বাণী, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন প্রধানমন্ত্রীর বাণী, প্রথম সচিব লেবার) এএসএম জাহিদুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর এবং প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান।

আলোচনায় বক্তব্য রাখেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর, প্রতিরক্ষা উপদেষ্টা কমডোর মো. হাসান তারিক মন্ডল, মিনিষ্টার লেবার নাজমুছ সাদাত সেলিম, কাউন্সেলর (শ্রম) মো. জহিরুল ইসলাম, কাউন্সেলর কন্স্যুলার জি এম রাসেল রানা, ২য় সচিব লেবার সুমন চন্দ্র দাস, সিআইপি ওয়াহিদুর রহমান অহিদ এবং প্রবাসী বাংলাদশি সংগঠকরা।

হাইকমিশনার মো. গোলাম সারোয়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন বলেন, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ।  এই বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব-মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম হানাদারমুক্ত বাংলাদেশ রাষ্ট্রের। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও বীরত্বগাঁথা চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

করোনা মহামারির নেতিবাচক প্রভাবের পর রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির বর্তমান বিশ্ব বাস্তবতায় রেমিট্যান্সের প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে হুন্ডিসহ প্রতিবন্ধকতাগুলো দূর করার পাশাপাশি প্রবাসীদের সচেতনতার ওপর সরকার জোর দিয়েছে। এছাড়া হুন্ডি প্রতিরোধ ও প্রবাসীদের সচেতন করতে বাংলাদেশ হাইকমিশন কাজ করছে ।

হাইকমিশনার আরও বলেন, “সারা বিশ্বে পরিশ্রমী জাতি হিসেবে বাংলাদেশিদের বিশেষ মর্যাদা রয়েছে। সেই মর্যাদার জায়গা থেকে জাতিরজনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে অর্থনৈতিক মুক্তির সংগ্রামে আমাদের সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।”

এ সময় তিনি মালয়েশিয়া প্রবাসীদের প্রতি সম্মান জানিয়ে বৈধপথে রেমিট্যাস পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান জানান হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য আমদানিতে ২ জন ও মালয়েশিয়া থেকে বৈধ চ্যানেলে সর্বোচ্ছ রেমিটেন্স প্রেরণে একজন সিআইপি নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানান হাইকমিশনার। এবং এই ধারাবাহিকতা আরও বৃদ্ধি পাচ্ছে আশা ব্যক্ত করেন।
এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি