ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মাশরাফিকে দেওয়া কথা রাখলো রংপুর রাইডার্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ২১ ডিসেম্বর ২০১৭

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। দলের এই সাফল্যে দলটির ফ্র্যাঞ্চাইজ বসুন্ধরা গ্রুপও বেশ সন্তুষ্ট মাশরাফি বিন ‍মুর্তজার ওপর। তাই মাশরাফিকে দেওয়া কথা রেখেছে তারা। মাশরাফির জন্মস্থান নড়াইলবাসীর জন্য রংপুর রাইডার্স মালিকপক্ষ একটি অ্যাম্বুলেন্স দিয়েছে।

বিপিএলের আগেই রংপুর রাইডার্সের মালিকপক্ষ বসুন্ধরা গ্রুপের কাছে নিজ এলাকার হাসপাতালের জন্য অ্যাম্বুলেন্স চেয়েছিলেন অধিনায়ক। রংপুরকে চ্যাম্পিয়ন করার সাতদিনের মাথায় দলটি ইচ্ছাপূরণ করেছে মাশরাফির। মাশরাফির নিজের হাতে গড়া ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়েছে।

এখন যেকোনো প্রয়োজনে যে কেউ এই অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে পারবে বলে মাশরাফির অফিশিয়াল পেজ থেকেও এই বিষয়ে ঘোষণা দেওয়া হয়।

 

/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি