মাশরাফির ওয়েস্ট ইন্ডিজে যাওয়া নিয়ে সংশয়
প্রকাশিত : ২২:১০, ১২ জুলাই ২০১৮
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার খেলা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। স্ত্রী সুমনা হক সুমির অসুস্থ থাকায় তিনি সম্ভবত ওই সফরে থাকবেন না বলে মনে করা হচ্ছে।
কিন্তু ২২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওই সিরিজে মাশরাফির খেলা নিয়ে মাশরাফি নিজে এবং বিসিবি থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
তবে বাংলাদেশের নির্বাচকরা অবশ্য শুক্রবার পর্যন্ত অপেক্ষা করবেন বলে ক্রিকেটের সুপরিচিত ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে।
এদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে জানান, মাশরাফি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যেতেও পারেন।
তিনি আরোও জানান, সব কিছু ঠিক থাকলে এবং তার স্ত্রী সুমীর শরীরে কোন নতুন জটিলতা দেখা না দিলে মাশরাফি হয়তো ওয়ানডে সিরিজে থাকবেন।
এমএইচ/এসি