ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

মাশরাফির চার বলে ৪ উইকেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ৬ মার্চ ২০১৮

ঢাকা প্রিমিয়ার লিগে মাশরাফি বিন মর্তুজা অবিশ্বাস্য বোলিং করেছেন। তিনি যেন তারুণ্যে ফিরে গেছেন। মঙ্গলবার অগ্রণী ব্যাংকের বিপক্ষে টানা চার বলে তুলে নিয়েছেন ৪ উইকেট। তার বিধ্বংসী বোলিংয়ে ১১ রানে জয় পায় আবাহনী

প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৯০ রান তুলেছিল আবাহনী। ২৯০ রানের জবাবে জয়ের লক্ষে খেলতে নেমে শেষ ওভারে ১৩ রান দরকার ছিল অগ্রণী ব্যাংকের। আবাহনীর হয়ে শেষ ওভারে বল করতে এসে প্রথম বলে ১ রান দেন মাশরাফি। এরপর টানা চার বলে তুলে নেন ধীমান ঘোষ, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম ও ফজলে রাব্বিকে। মাশরাফির এই বিধ্বংসী বিধ্বংসী বোলিংয়ে ২৭৯ রানেই গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে চার বলে চার উইকেট নেন  শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি