ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাস্ক ব্যবহার নিয়ে দেবী শেঠীর পরামর্শ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২, ১৪ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাঁচতে সুরক্ষাই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এজন্য বিভিন্ন রকম মাস্ক ব্যবহার করতে দেখা যায় মানুষকে। এ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। কোনটি সঠিক আবার কোনটি সঠিক নয়। এবার মাস্ক এর সঠিক ব্যবহার সম্পর্কে পরামর্শ দিয়েছেন ভারতের বিখ্যাত চিকিৎসক ডা. দেবী শেঠী।

তার মতে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কাপড়ের মাস্ক সার্জিক্যাল মাস্কের মতো কাজ করে। সম্প্রতি এক ভিডিওবার্তায় উপমহাদেশের খ্যাতনামা এই চিকিৎসক বলেন, ‘সার্জিক্যাল মাস্কের মতোই কাপড়ে মাস্ক নিরাপদ। তাই দয়া করে কাপড়ের মাস্ক ব্যবহার করুন।’

তিনি বলেন, ‘যখন আমি অপারেশন করি, তখন সার্জিক্যাল মাস্ক পরে নিই; যাতে কাশি দিলে আমার রোগী সংক্রমিত না হন। আমাদের ডাক্তার-নার্স প্যারামেডিকস, যারা করোনা রোগীদের সেবা দিচ্ছেন, তাদের মাস্কগুলো আপনি পরছেন। অথচ আমরা মাস্ক পাচ্ছি না। আপনি কি জানেন, এতে ডাক্তার-নার্সরা অসুস্থ হয়ে পড়ছেন?’

এই হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, ‘এই মাস্ক (সার্জিক্যাল) মাত্র ছয় ঘণ্টা পরে থাকা যায়; এর পর আপনি কি করেন? বাড়ি যান টেবিলে বা কোথাও রেখে দেন। আপনার শিশু এটি স্পর্শ করতে পারে; এ থেকে সে সংক্রমিত হতে পারে। আপনার নিঃশ্বাস থেকে যা নির্গত হয়, এই মাস্কের (সার্জিক্যাল) উপাদান তা শুষে নিতে পারে না। আপনি যখন এটি ডাস্টবিনে ফেলেন, তখন ময়লাওয়ালা এটা পুনরায় ব্যবহার করতে পারে। এর মাধ্যমে ভাইরাস পুনরায় উৎপাদন করবে।’

 

দেবী শেঠী বলেন, ‘কোনো সন্দেহ নেই আপনার মাস্ক পরা উচিত। তবে দয়া করে কাপড়ের মাস্ক পরুন। কাপড় কোনো কিছু শুষে নিতে পারে। এটি ধুয়ে দিতে পারেন; শুকাতে পারেন, আবারও পরতে পারেন। আপনার ব্যবহারের জন্য কাপড়ের মাস্ক সার্জিক্যাল মাস্কের মতোই নিরাপদ।’

দেখুন ভিডিও :


এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি