ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মাহমুদউল্লাহর টোটকা নিয়েই দেশ ছাড়ছে যুবারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ২১ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৬:৩১, ২১ ডিসেম্বর ২০২১

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

সংযুক্ত আরব আমিরাতে যুব এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলতে মঙ্গলবার দেশ ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এদিন রাত পৌনে ৮টার ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে বিমানে চড়বে রাকিবুল হাসানের দল। চলতি মাসেই যুব এশিয়া কাপে অংশ নিবে যুবারা। পরে দুবাই থেকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বিশ্বকাপ খেলতে যাবে দলটি।

এর আগে গত কয়েকদিনে হোম অব ক্রিকেট মিরপুরেই অনুশীলন করেছে যুব দল। সেখানে জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে অনুশীলন করেন যুব দলের ক্রিকেটাররা। এসময় মাহমুদউল্লাহ বিশ্বকাপের কন্ডিশন নিয়ে নানা পরামর্শ দিয়েছেন ক্রিকেটারদের। 

সোমবার বিসিবি একাডেমি ভবনের সামনে ফটোসেশনের পর অধিনায়ক রাকিবুল হাসান জানান, দুই-একদিন রিয়াদ ভাইয়ের সঙ্গে নেটে দেখা হয়েছিল। উনি ওখানকার উইকেট সম্পর্কে ধারণা দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে উইকেট কেমন হতে পারে সেই ধারণা দিয়েছেন। এতটুকুই কথা হয়েছে।

এদিকে, এবারের দলে আছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের সদস্য তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান। বয়স থাকায় তাদেরকে আবারও যুব বিশ্বকাপে পাঠাচ্ছে বিসিবি। এ বিষয়ে রাকিবুল বলেন, নিজেদের অভিজ্ঞতা দলের তরুণদের সঙ্গে ভাগাভাগি করবেন।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলে আসন্ন বিশ্বকাপের আসরে অংশ নেয়া সব দলকেই সমীহ করছেন রাকিবুল। প্রত্যাশার চাপ সামলে ওঠার আশা তার। এই তরুণ স্পিনার বলেন, ‘বিশ্বকাপের মতো মঞ্চে কোনও দলই ছোট না। আমরা সব দলকেই সম্মান জানাই। আমাদের সেরা ক্রিকেট খেলতে হলে ছোট-বড় সব দলকেই হারাতে হবে। আমরা আমাদের সেরা প্রস্তুতি নিয়েই ভালো কিছু করার চেষ্টা করব।’

এর আগে ভারতের মাটিতে ত্রিদলীয় সিরিজ জয়ের আত্মবিশ্বাস সঙ্গী হয়েছে বাংলাদেশ যুব দলের। রাকিবুল চান নিজেদের সেরাটা খেলতে। তিনি বলেন, ‘এটা আসলেই ভালো লাগে যে, ভারতের মতো দলকে গত সিরিজে তাদের মাটিতে খেলে হারিয়ে আসছি। আমাদের আত্মবিশ্বাস ছিল, ভালো প্রস্তুতি নিয়েই সেখানে গিয়েছি। আর বিশ্বকাপে শুধু ভারত না, অন্যান্য আরও ভালো ভালো দল আছে। আমরা চেষ্টা করব, আমাদের সেরা খেলাটা খেলে ভালো পারফর্ম করতে।’

বাংলাদেশ স্কোয়াড
রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, এসএম মেহরব হোসেন, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মণ্ডল, মোহাম্মদ আশিকুর জামান, তানজিম হাসান সাকিব ও নাইমুর রহমান নয়ন।

এশিয়া কাপ ও বিশ্বকাপে একই স্কোয়াড নিয়ে খেলবে বাংলাদেশ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি