ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

মাহমুদপুর গণহত্যা দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০১৮

আজ ৩০ সেপ্টেম্বর, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার ও আলবদরদের সঙ্গে নিয়ে মাহমুদপুর গ্রামে হামলা চালায়।

এ হামলার ঘটনায় ২৩ জন শহীদ ও অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। এ ঘটনাকে স্বরণ করে রাখতেই এ দিবস পালন করা হয়।

মাহমুদপুর গ্রামের হামলার বর্ণানায় বেঁচে থাকা মুক্তিযুদ্ধারা জানান, বঙ্গবন্ধুর সহচর ও এমএনএ হাতেম আলী তালুকদারের বাড়িতে প্রথমে অগ্নিসংযোগ করার পর শুরু করে অসংখ্য বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট।

পরে তা প্রতিহত করার জন্য কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার হুমায়ুন বেঙ্গলের নেতৃত্বে স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধা নিয়ে মাহমুদপুর গ্রামের বটতলায় পাকিস্তানি হানাদারদের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হন।

কিন্তু মুক্তিযুদ্ধারের রসদ ফুরিয়ে যাওয়ায় মুক্তিযোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়। পরে হানাদার বাহিনীরা এই গ্রামে মা-বোনদের ইজ্জত লুণ্ঠন ও নরহত্যা চালায়।

তারা শতাধিক নিরীহ মানুষকে আটক করে পানকাতা গ্রামের ঈদগাহ মাঠে ব্রাশফায়ার করে। এতে ২৩ জন শহীদ হন। অনেকেই গুরুতর আহত হন।

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি