মাহমুদুল্লাহর নৈপুণ্যে সেন্ট কিটসের সহজ জয়
প্রকাশিত : ২২:১৪, ২৩ আগস্ট ২০১৮
মাহমুদউল্লাহর বোলিং নৈপুণ্যে সেন্ট লুসিয়া স্টার্সকে উড়িয়ে দিল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মঙ্গলবার সেন্ট লুসিয়াকে ৭ উইকেটে হারিয়েছে সেন্ট কিটস। ৪ ওভারে ২০ রানে ২ উইকেট নিয়ে দলের জয়ের অন্যতম নায়ক মাহমুদউল্লাহ।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে এদিন শেলডন কটরেল প্রথম ওভার করার পর দ্বিতীয় ওভারেই বোলিং পান মাহমুদউল্লাহ। সেই ওভারেই ফিরিয়ে দেন বিপজ্জনক রাকিম কর্নওয়ালকে। নিজের পরের ওভারে মাহমুদউল্লাহর আর্ম বলে ফিরে যান অভিজ্ঞ লেন্ডল সিমন্স। পাওয়ার প্লেতে বোলিং করেও নিজের প্রথম ৩ ওভারে মাত্র ৯ রান দেন মাহমুদউল্লাহ।
১২.৩ ওভারে ৬৯ রানেই শেষ হয় সেন্ট লুসিয়ার ইনিংস। মাহমুদউল্লাহর পাশাপাশি দুটি উইকেট নিয়েছেন নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিছানে। ১৪ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার কটরেল। ম্যাচ সেরা হয়েছেন বাঁহাতি এই পেসারই। রান তাড়ায় সেন্ট কিটস ৩ উইকেট হারিয়ে জিতে যায় ৭.৪ ওভারে। ২১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন কিপার ওপেনার টমাস। মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি।
এমজে/